দেশের অন্যতম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত নিয়ে এল বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ইভেন্টটি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেগা ইভেন্টটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে ভিট। ইভেন্ট চলাকালে, ২৯ জানুয়ারি দারাজ ওয়েবসাইটে (daraz.com.bd) ইনফিনিক্স এক্সক্লুসিভলি নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন মডেল Infinix Hot 5.
নানা ধরণের পণ্যের আকর্ষণীয় মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে এই সেলস ইভেন্টটি। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন মধ্যরাতে আনলক হবে বিশেষ ক্যাটাগোরির বিশেষ ডিল। প্রথম দিনে উন্মুক্ত হবে টিভি ও কম্পিউটিং ক্যাটাগোরির পণ্য। ২৭ জানুয়ারি খুলে যাবে বিউটি ও ফ্যাশন ক্যাটাগোরি। অ্যাপ্লায়েন্স, হোম-লিভিং, ট্রাভেল প্যাকেজ, বই, অটোমোবাইল ও স্পোর্টস ক্যাটাগোরি আনলক হবে ২৮ জানুয়ারি। আনলকিং-এর শেষ দিনে পাওয়া যাবে মোবাইল ফোন ক্যাটাগোরিতে আকর্ষণীয় ডিল। এবং সেই সাথে মাত্র ৮,৬৯০ টাকায় ক্রেতারা ২০১৮ সালের নতুন ইনফিনিক্স হট ৫ স্মার্টফোন কিনতে পারবেন। মোবাইল ফোনটি বিশেষ ফিচার হিসেবে দিচ্ছে ৫.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, ৪,০০০ এমএএইচ শক্তিশালি ব্যাটারি, ডুয়াল স্পিকার, ডুয়াল ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা সুবিধা।
ক্যাম্পেইনের আকর্ষণ আরও বাড়াতে দারাজ আয়োজন করছে বিভিন্ন দিনে ফ্ল্যাশ সেল, সহযোগী রেস্তোরাঁতে ফেসবুক কিউআর কোড ভাউচার সুবিধা, বিশেষ পণ্যে ৫০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টসহ রকমারি কার্যক্রম।
এদিকে, দারাজ বাংলাদেশের (daraz.com.bd) ব্যাংক পার্টনার- সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক-এর ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা উপভোগ করতে পারবেন অতিরিক্ত ১০ শতাংশ মূল্য ছাড়। ব্র্যাক ব্যাংক-এর ক্ষেত্রে এই অতিরিক্ত ১০ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে শুধু মাত্র ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে। বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করলে ক্রেতারা পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা (৭ থেকে ১৬ ফেব্রুয়ারি)।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “এটা গত বছরের ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের সফলতার ধারাবাহিকতা এবং এবার আমাদের পার্টনার হিসেবে থাকছে ভিট। ১৩ ফেব্রুয়ারিতে আমরা ডেলিভারি দিচ্ছি আকর্ষণীয় গিফট আইটেম- ফুল ও চকলেট। সেক্ষেত্রে গ্রাহকদের ১০ ও ১১ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার করতে হবে”।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/মাহবুব