‘ভালবাসা’ শব্দটির মানে একেক জনের কাছে একেক রকম। সঠিক কোনো সংজ্ঞা নির্ধারণ করা না গেলেও সব ভালবাসারই কিছু ভিত্তি থাকে। যেমন Trust, Care এবং Sacrifice! স্থান-কাল-পাত্র নির্বিশেষে ভালোবাসাকে পূর্ণতা দেয়া এই তিনটি সত্যি নিয়ে রয়েছে না বলা অনেক গল্প।
দেশের স্বনামধন্য ব্রান্ড প্রাণ ফ্রুটো বিগত দুই বছরের মত এবারও শুরু করেছে ভালোবাসা দিবসের সবচেয়ে জনপ্রিয় আয়াজন Love Express 3.0। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রাণ ফ্রুটোর ফেসবুক পেজে প্রতিযোগীদের লিখে পাঠাতে হয় তাদের ভালবাসার গল্প। গল্প পাঠানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি।
প্রতিযোগীদের পাঠানো সেরা ১০ গল্প নিয়ে তৈরি করা হবে ১০টি শর্ট ফিল্ম। শর্ট ফিল্মগুলো দেখতে চোখ রাখুন PRAN Frooto এর YouTube Channel (https://goo.gl/WpiqDC) এ।
প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীরা জিতে নিতে পারবেন সঙ্গীসহ লাইফটাইম এক্সপেরিয়েন্স।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম