বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের আয়োজনে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’। দেশের বৃহত্তম এই বিনিয়োগ সম্মেলনের অন্যতম গর্বিত পৃষ্ঠপোষক ছিলো ‘আমরা’।
গত বুধবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন। মাননীয় অর্থমন্ত্রী এএমএ মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘আমরা কোম্পানিজ’-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও আমরা টেকনোলজিস লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম ও কোম্পানির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর