ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যবসা-শিক্ষা-অর্থনীতি-সমাজবিজ্ঞান বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৮টি দেশের শিক্ষাবিদ গবেষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ইনসাইট ইনস্টিউট অব লার্নিং, এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব সেলাঙ্গর (ইউনিসেল) মালয়েশিয়া, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ও পুন্ড্রা ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় ব্যবসা, শিক্ষা, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি ২০১৮ তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই সম্মেলন শুরু হয়। প্রথম দিনে “উচ্চ শিক্ষা” এবং “ব্লু ইকোনমি” নিয়ে শিক্ষাবিদ ও গবেষকগণ আলোচনা করেন। ডঃ মোহাম্মদ ফরাশউদ্দিন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটি “উচ্চ শিক্ষা” বিষয়ক এবং ডাঃ দীপু মনি, এম পি “ব্লু ইকোনমি” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৬ জানুয়ারি ২০১৮ তারিখে ইউনিসেল বাংলাদেশ ক্যাম্পাসে এই সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা “বিনিয়োগ” বিষয়ক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত দিনে “শান্তি ও সংঘাত” বিষয়েও বক্তারা আলোচনা করেন।
দুই দিন ব্যাপি এই সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি ভারত, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেদারল্যান্ডস, ফিলিপাইনস এবং ইরাক হতে শিক্ষাবিদ, গবেষক এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল