ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) ‘ব্র্যান্ডউইটজ ২০১৭’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম ট্রিক্স’। প্রথম রানার আপ হয়েছে বিইউপি-এর ‘টিম সাবমেরিন্স’। দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম ব্রেইন্স অব ক্যাস্টমেয়ার’।
সম্প্রতি রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের ব্র্যান্ডউইটজ প্রতিযোগিতাটি নবমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর একটি ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা। এটি বাংলাদেশের ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনাসমূহ তুলে ধরতে পারেন।
এই প্রতিযোগিতাটি শুরু হয়েছিলো রোড শো-এর মাধ্যমে যাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার ১৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ৩৪৪টি আবেদনের মধ্যে ৪২টি দলকে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। ৬টি দল থেকে ৪টি দল ব্র্যান্ডউইটজ ২০১৭-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পায়।
চূড়ান্ত পর্বের থিম ছিলো ‘সাসটেইন্যাবল ব্যাংকিং প্র্যাক্টিসেস’। ব্র্যান্ডউইটজ ২০১৭-এর বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা, প্রথম রানার আপ দলকে ১ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতীয় রানার আপ দলকে ১ লাখ টাকা দেওয়া হয়। ব্র্যান্ডউইটজ ২০১৭-এর প্ল্যাটিনাম স্পন্সর ছিলো ব্র্যাক ব্যাংক এবং সিলভার স্পন্সর ছিলো ট্রেস কমিউনিকেশন লিমিটেড।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা