শিল্প এবং স্থাপত্যকে নতুন আঙ্গিকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সামদানী আর্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট (ডাস)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সামিট চলবে আগামি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২ ফেব্রুয়ারি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব লিয়াকত আলী লাকী, ডিরেক্টর জেনারেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়াও উপস্থিত থাকবেন জনাব ফারুক সোবহান, চেয়ারম্যান, সাংগঠনিক কমিটি, ঢাকা আর্ট সামিট এবং জনাব নাদিয়া সামদানী, ডিরেক্টর, সামদানী আর্ট ফাউন্ডেশন।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান