দেশের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবার সেরা মিউজিক অ্যাপস ইয়োন্ডারের সঙ্গে যুক্ত হলেন। লক্ষ্য কোটি খেলা অনুরাগী এবং সঙ্গীত প্রেমী উভয়ের জন্যেই এটি হবে এক নাম্বার প্ল্যাটফর্ম।
ইয়োন্ডারের বিশেষ গান এবং গানগুলোর তালিকায় সাকিবকে দেখা যাবে। এছাড়াও টেলিভিশন বিজ্ঞাপনে, সরাসরি উপস্থাপনায়, শ্রোতাদের সঙ্গে সাক্ষাৎ এবং সৌজন্যতা বিনিময়ের মাধ্যমেও তিনি প্রচার করবেন।এছাড়াও সাকিবের ক্রিকেট ব্যাটেও স্টিকার থাকবে। যা ভিন্নরুপে ইয়োন্ডারকে তুলে ধরবে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা