গত ৫ ফেব্রুয়ারি শেষ হল Love Express 3.0 এর গল্প পাঠানোর শেষ সময়। হাজারো Frooto ফ্যানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভালবাসার গল্পগুলো পেয়েছে এক অন্য মাত্রা। Trust, Care এবং Sacrifice নিয়ে লিখা প্রতিটি গল্পেই ছিল ভালবাসার কোমল পরশ। Frooto ফ্যানদের পাঠানো হাজারো গল্প থেকে সেরা ১০টি নির্বাচিত গল্পে তৈরি হবে এবারের শর্ট ফিল্মগুলো।
মো. রাজু আহমেদ, সাজিদ ইসলাম সিউল, সৃজন হামজা, খন্দকার মালিহা আমদাতুন, তাহিরুম তায়েবা শশী, আস্মিতা আনুভা, আরাফাত ইসলাম অনিক, দেবজিৎ দেবনাথ, রাতুল মল্লিক, তারিকুল ইসলাম দীপু এর পাঠানো ভালবাসার গল্প অবলম্বনে তৈরি হবে এবারের Love Express 3.0 এর গল্প।
এবারের ফিল্মগুলো তৈরি করছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দুই নির্মাতা শিহাব শাহিন ও আশফাক নিপুন। শর্ট ফিল্মগুলো দেখতে চোখ রাখুন PRAN Frooto এর YouTube চ্যানেলে (https://www.youtube.com/pranfrooto)। এছাড়া শর্ট ফিল্মগুলো প্রচারিত হবে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে Rtv এর পর্দায়।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব