আরএফএল স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক, ইটালিয়ানো ও উইনার এবং টেল প্লাস্টিকস এর বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির প্রায় আড়াই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, টেল প্লাস্টিকস এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং আরএফএল স্টেশনারি ও টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এমসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল