দেশের বিখ্যাত ফাস্টফুড চেইন বার্গার কিং নিয়ে এসেছে “বিগ কিং”, যা পাওয়া যাবে বার্গার কিং-এর সব আউটলেটে।
বার্গার কিং-এর বিখ্যাত এই “বিগ কিং”-এ থাকছে সুস্বাদু সিসেমি সিড বান, দুটি মজাদার বিফ প্যাটি, চীজ, লেটুস, পিকলস, অনিয়ন এবং “বিগ কিং” এর সিক্রেট সস, যা বার্গারের স্বাদকে বাড়িয়ে দেয় কয়েক গুণ।
টিফিন বক্স লিমিটেড-এর হেড অফ কমার্শিয়াল মাশরুফ আহমেদ বলেন , " আমরা সবসময় আমাদের মেনুতে বিশ্বব্যাপী জনপ্রিয় ফুড আইটেমগুলি যোগ করার চেষ্টা করছি। ২০১৬ সালে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করার পর থেকে আমরা অতিথিদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়ে আসছি। তাদের অনুপ্রেরণাতেই আমরা বার্গার কিং-এর বিভিন্ন আইটেম নিয়ে এসেছি। ভবিষ্যতে আমরা অতিথিদের জন্য আরও নতুন নতুন আইটেম নিয়ে আসার পরিকল্পনা করছি। "
বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে বার্গার কিং বাংলাদেশের বাজারে প্রবেশ করে। বাংলাদেশে কুইক সার্ভিস রেস্টুরেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বার্গার কিং ও টিফিন বক্স লিমিটেড যৌথভাবে এই ক্ষেত্রে শীর্ষ স্থান অর্জন করতে চায়। বার্গার কিং-এর লক্ষ্য দেশব্যাপী রেস্টুরেন্ট চালুর মাধ্যমে অতিথিদের অভিনব সব ফুড আইটেম উপহার দেওয়া।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর