আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এক্সপো জোন প্রাঙ্গণে “স্বাধীনতার শপথ” অনুষ্ঠানে রাস্তায় নিরাপদে নিজ নিজ বাহন চালানোর ‘শপথ’ গ্রহণ করতে যাচ্ছে সহস্র বাইকার। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে সাথে রয়েছে বিখ্যাত মোটর সাইকেল ব্র্যান্ড “ইয়ামাহা”।
রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই উৎসবের মূল কথা এবং উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং প্রতিষ্ঠানের এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক। ২০০৭ সালে এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই মোটরস লিমিটেড যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এসিআই মোটরস এর ৪০টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে।
এদিকে, স্বাধীনতার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসিআই মোটরস নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ নাম লেখানোর এক অভিনব পরিকল্পনা। নিম্নোক্ত তিনটি বিষয়ে তাদের এই লক্ষ্য পূরণের প্রয়াস থাকবে। যথা:
১) একসাথে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল ইঞ্জিন স্টার্ট নেওয়া,
২) মোটরসাইকেলের বৃহত্তম মানব সৃষ্ট নকশা
৩) মোটরসাইকেল দিয়ে তৈরি বৃহত্তম লোগো।
এই অনুষ্ঠানের পাশাপাশি আরও থাকছে বাইক স্টান্ট শো, মোটরসাইকেল শোভাযাত্রা ও দেশের জনপ্রিয় সংগীত ও নৃত্য়শিল্পীদের নিয়ে এক মনোরম সাংস্কৃতিক আয়োজন। এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে পরিচিত করানো।
বাইকাররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে নিম্নোক্ত লিংকটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। http://octopibd.com/yamaha
ইভেন্ট সম্পর্কে আরও জানতে নিম্নোক্ত লিঙ্কটি অনুসরণ করুন: https://www.facebook.com/ShwadhinotarShopoth
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব