এসিআই গ্রুপের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদদৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই ফর্মুলেশন্স এর এমডি সুস্মিতা আনিসসহ এসিআই পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সম্ভাবনায় কিছু তরুণ-তরুণীকে উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলা, কৃষি, সামাজিক অবদান এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মূল্যবান অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশের তরুণ-তরুণীদের নতুন কিছু করার প্রেরণা দিতেই এসিআই গ্রুপ 'দুঃসাহসী বাংলাদেশ' নামের এই ক্যাম্পেইনটি শুরু করেছে। যা টেলিভিশন, সংবাপত্র ও অনলাইন মাধ্যমে প্রচার করা হবে।
সুদীর্ঘ ২৫ বছরে এসিআই গ্রুপ ফার্মাসিটিকাল, হাইজিন, ইলেক্ট্রনিকস, ইলেক্ট্রিকাল, মোবাইল, রিটেইল চেইন, ফার্টিলাইজার, অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে পরিণত হয়েছে একটি বিশ্বস্ত নামে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ফারজানা