সারাদেশে ভিশন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)’র গ্রাহকদের জন্য চলছে ফ্রি সার্ভিসিং সপ্তাহ। গ্রাহকরা মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সার্ভিসিং সুবিধা পাবেন আগামী ১৩ মার্চ পর্যন্ত।
এজন্য ০৮০০৭৭৭৭৭৭৭ নম্বরে কল করলে ভিশনের দক্ষ টেকনিশিয়ানরা বাড়িতে গিয়ে এসি সার্ভিসিং করে দিয়ে আসবেন।
ভিশন এসি'র মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, ‘দীর্ঘদিন এসি বন্ধ রাখলে অনেক সময় ধুলোময়লা ও পোকামাকড় জমতে পারে। এজন্য দীর্ঘবিরতির পর এসি সার্ভিসিং করা ভাল’।
তিনি আরও বলেন, ‘ভিশন এসি গ্রাহকরা যাতে তাদের এসি সার্ভিসিং করিয়ে নিতে পারেন সেজন্য আমরা সপ্তাহব্যাপী এই উদ্যোগ নিয়েছি। আশা করি, ভিশন গ্রাহকরা এতে উপকৃত হবেন’।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর