মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক লিমিটেড।
সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাসনে আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার ও কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. এবনুজ জাহান, বিষ্ণু চন্দ্র সাহা, অরুন কান্তি পাল, মো. মাঈন উদ্দিন, সাঈদা খাতুনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালেও ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/আরাফাত