জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জে সি আই) বিশ্বের তরুণ এবং কর্মক্ষম নাগরিকদের নিয়ে গঠিত একটি বিশ্বব্যাপী সংস্থা যারা তাদের সমাজের সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য নিযুক্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ। জে সি আই সমাজের সকল স্তর থেকে কর্মক্ষম নাগরিক নিযুক্ত করে, তরুণ সমাজকে বিকাশ লাভের সুযোগ করে দেয়। তরুণরা যাতে সমাজের ভাল পরিবর্তন আনতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জে সি আই।
জে সি আই বাংলাদেশ ২৪ মার্চ রাজধানীর হোটেল লেকশোরের লা ভিটা হলে আয়োজন করে 'ইয়ুথ লিডারশীপ কনক্লেভঃ জাতি গঠনে তরুণ সমাজের ভূমিকা' শীর্ষক একটি উন্নয়নমূলক কর্মশালা এবং আলোচনা সভার।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সামনে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শক্তি এবং খনিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এম.পি জনাব নসরুল হামিদ বিপু।
দিন ব্যাপী আয়োজিত 'ইয়ুথ লিডারশীপ কনক্লেভ' সভাটির মুখ্য উদ্দেশ্য ছিল তরুণ সমাজের মধ্যে নেতৃত্ব এর গুণাবলি গড়ে তোলা; কিভাবে তারা নিজেদের কে পরিচালিত করবে এবং ভবিষ্যতে যোগ্য নেতা হিসেবে কর্মক্ষম নাগরিকদের নিয়ে একটি সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলবে। ২৫০ এরও বেশি তরুণ, যারা মূলত জে সি আই এর সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ পেশাদার , যুবসমাজ, তরুন উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই উন্নয়নমূলক কর্মশালাটিতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ফারজানা