কুমিল্লা মেডিক্যাল কলেজের ছাত্র তৌফিককুল ইসলাম (২৫) মাথায় আঘাত ও অচেতন অবস্থা (RIGHT TEMPORAL EDH, LEFT FRONTO-TEMPORAL EDH, LEFT FRONTAL
HAEMORRHAGIC CONTUSION WITH LEFT PARIETAL INTRACEREBRAL HAEMATOMA, BASE OF
THE SKULL BONE FRACTURE, RIGHT TEMPORAL AND LEFT PARIETAL BONE DEPRESSED
FRACTURE, CLOSED UNDISPLACED FRACTURE OF LATERAL CONDYLE OF RIGHT TIBIA, ACUTE
KIDNEY INJURY, RIGHT SIDED PNEUMOTHORAX, EXPOSURE KERATITIS OF BOTH EYES) নিয়ে গত ৫ জানুয়ারি এ্যাপোলো হসপিটালস ঢাকার নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মো.আলীউজ্জামান জোয়ার্দ্দার এর তত্ত্বাবধানে ভর্তি হন। সেদিনই তার বাইফ্রন্টাল ডিকম্প্রেসিভ ক্র্যানিএকটমি করাহয়।
পরবর্তীতে ডাঃ মো. আলীউজ্জামান জোয়ার্দ্দার ও তার টিমের যথাযথ চিকিৎসা ও সেবার মাধ্যমে রোগী দ্রুতআরোগ্য লাভ করেন।
বর্তমানে রোগী স্বাভাবিকভাবে চলাচল এবং স্বাভাবিক খাদ্য গ্রহণ করছেন। গত ১ এপ্রিলতিনি বাড়ির উদ্দেশ্যে এ্যাপোলো হসপিটালস ঢাকা ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৮/ফারজানা