সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, সেলফি এক্সপার্ট সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে বাজারে নিয়ে আসতে যাচ্ছে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স সমৃদ্ধ হ্যান্ডসেট অপো এফ৭। সেলফি এক্সপার্ট এন্ড লিডার হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে অপো’র স্থান আগের চেয়ে শক্তিশালী করতে উদ্ভাবনী প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপো এফ৭ কে নতুন নতুন সব ফিচার ও সুবিধা দিয়ে সাজানো হয়েছে। অপো এফ৭ চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যেতে পারে।
অনেক বেশি বাস্তব, ন্যাচারাল ও নিজের পছন্দ অনুযায়ী সেলফি পেতে অপো প্রথমবারের মতো এফ৫ হ্যান্ডসেটটিতে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স যুক্ত করে। এখন অপো এফ৭ নিয়ে আসতে যাচ্ছে দ্বিতীয় প্রজন্মের আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০ এবং আরও উন্নত প্রযুক্তি। অপো এফ৭ এ থাকছে হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০, কভার শট এবং অগমেন্টেড রিয়্যালিটি (এআর) স্টিকার। অপো এফ৭ কেবল উন্নতমানের সেলফিই নয়, আপনাকে দিবে পরিমার্জিত ও সুন্দর ছবি।
২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা
২৫ মেগা পিক্সেল আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি ফ্রন্ট ক্যামেরা এবং রিয়েল-টাইম এইচডিআর প্রযুক্তি সমৃদ্ধ অপো এফ৭ উজ্জ্বল সূর্যালোক কিংবা কম আলোতে সবসময়ই অসাধারণ, উজ্জ্বল ছবি দিবে। পিক্সেল এর কন্ট্রাস্ট ও কালার রেঞ্জ এমনভাবে সাজানো হয়েছে, যা দিবে অনেক বেশি পরিমার্জিত, উজ্জ্বল ও সুন্দর ছবি।
সেন্সর এইচডিআর টেকনোলজি
ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসার পাশাপাশি অপো এফ৭ হ্যান্ডসেটটিতে যুক্ত করেছে ইন-বিল্ট সেন্সর এইচডিআর ফিচার। এই ফিচারটি ছাড়া একদম মনের মতো সেলফি তোলা কখনোই ভাবা যায় না। নতুন অপো এফ৭ এ সেন্সর এইচডিআর টেকনোলজি একটি ডিফল্ট ফিচার, যা নিরবিচ্ছিন্ন সেলফি তোলা নিশ্চিত করবে; কেননা এতে আছে নিখুঁত সব রং ও অবিশ্বাস্য কন্ট্রাস্টের সমাহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে অনেক বেশি পছন্দ করে এমন তরুণদের জন্য অপো এফ৭ এর শক্তিশালী হার্ডওয়্যার দ্রতগতিতে কম আলোতেও স্পষ্ট ও পছন্দের সব ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা নিখুঁত সেলফি তোলার কথা ভাবেন তারা এইচডিআর ফিচারটি আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি মোডে ব্যবহার করতে পারেন। এই ফিচারটি ছবি তোলা এবং ভিডিও করা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৮/ফারজানা