নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে। দিবসের এবারের স্লোগান ‘সবার জন্য স্বাস্থ্য’। রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেশনস বিভাগের উদ্যোগে পোস্টার প্রদর্শনী, স্বাস্থ্য ক্যাম্প ও বিশেষ লোক-বক্তৃতার আয়োজন করা হয়।
‘সার্বজনীন স্বাস্থ্য সেবা: সবার জন্য, সবখানে’ শিরোনামের লোক-বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ড. আতিকুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আইসিডিডিআরবির এমিরেটাস বিজ্ঞানী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী।
প্রবন্ধ উপস্থাপন করেন সোশ্যাল রিলেশন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মোবারক হোসেন, সহযোগি অধ্যাপক ড. লুৎফুন নাহার এবং সিনিয়র লেকচারার ড. মার্জিয়া জামান সুলতানা। লোকবক্তায় অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা