তরুণ ক্রেতাদের হাল ফ্যাশনকে মাথায় রেখে 'ইয়াংকে' নিয়ে এসেছে এবারের বৈশাখ কালেকশন। ফোক, ফ্লোরাল, জ্যামিতিক মোটিফে এবং ট্রেন্ডি কাট ও প্যাটার্নে তৈরি হয়েছে মেয়েদের স্কার্ট-টপস্, কটি-কুর্তি, কুর্তি, শার্ট এবং ছেলেদের জন্য পাঞ্জাবী, টি-শার্ট ইত্যাদি।
মিডিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে স্ক্রীন প্রিন্ট, মেশিন এমব্রয়ডারী, কারচুপি ও এপলিক। ফেব্রিকে থাকছে লিনেন, জর্জেট, জ্যাকার্ড লিনেন আর রং হিসাবে- অফ হোয়াইট , ম্যাজেন্টা, মেরুন, লাল, অরেঞ্জ, বস্নু ছাড়াও অনেক মিশ্র রংয়ের ব্যবহার।
বৈশাখের এ সকল কালেকশন পাওয়া যাচ্ছে ইয়াংকের মিরপুর, পুলিশ প্লাজা, বেইলি রোড, সোবহানবাগ ও বসুন্ধরা সিটির দেশীদশ শাখায়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর