ডাকপিয়ন.কম নিয়ে এসেছে চোখের যত্নে অনলাইন আই কেয়ার সার্ভিস। পাশাপাশি দেশের অন্যতম এই অনলাইন বেইজড প্রিমিয়াম আইওয়্যার ও ফ্যাশন এক্সেসরিজ শপ ডাকপিয়ন.কম সেজেছে বৈশাখী সাজে। বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে ডাকপিয়ন দিচ্ছে আকর্ষণীয় সব অফার।
ডাকপিয়নের বিভিন্ন ডিজাইনের সানগ্লাস ও অন্যান্য পণ্য ক্রয় করলেই থাকছে নগদ ডিসকাউন্ট, গিফটসহ আকর্ষণীয় নানান অফার। এছাড়াও বাংলাদেশে এই প্রথম প্রেসক্রিপশন গ্লাস বা পাওয়ার গ্লাস পাওয়া যাচ্ছে ডাকপিয়নে।
ডাকপিয়নের অনলাইনে অর্ডার করলে অথবা শো-রুম থেকে যেকোন পণ্য ক্রয় করলেই পাচ্ছেন নির্ধারিত মূল্যছাড়ের সুবিধা।
শো-রুমঃ ৪৪/৮, পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫।
ওয়েবসাইট- www.dukpion.com ফেসবুক- facebook.com/dukpionbd; মোবাইল: ০১৭৮৩৮৩৮৪৮৪
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা