কনকর্ড গ্রুপের সৌজন্যে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যান বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়াটারে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল লাশবাহী ফ্রিজিং ভ্যানের চাবি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের পরিচালক ডা. হাসান-উল-হায়দার, ডিআইজি প্রশাসন হাবিবুর রহমান, অতিঃ ডিআইজি পরিবহন মোহম্মদ রুহুল আমিন, কনকর্ড গ্রুপের পরিচালক সমন্বয় শাহ কামালউদ্দিন, পরিচালক নির্মাণ মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রশাসন মেজর মোঃ রকিবুল আলম (অব:) উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন