আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চালানো শুরু করছে যাচ্ছে থাই লায়ন এয়ার। ব্যাংককের ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ও ঢাকা-ব্যাংক সরাসরি এ ফ্লাইট চালানো হবে। এবং রাউন্ড ট্রিপ টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৯৯ টাকা।
লায়ন এয়ারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দারসিতো হেন্দ্রো সেপুত্রো উপস্থিতিতে শনিবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে এক উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এ সময় জানানো হয়, প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার রাত সোয়া ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়বে, যা থাইল্যান্ডের ডন মুয়েংয়ে পৌঁছাবে ব্যাংকক স্থানীয় সময় ভোর সোয়া ৫টায়। আর বুধ, শুক্র ও রবিবার বিকেল ৩টায় ঢাকা থেকে ছাড়বে থাই লায়ন এয়ারের ফ্লাইট; যা ব্যাংক পৌঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, একইভাবে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার স্থানীয় সময় রাত পৌনে ১২টায় ব্যাংকক ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত সোয়া ১টায়। আর বুধ, শুক্র ও রোববার দুপুর সাড়ে ১২টায় ব্যাংকক ছেড়ে থাই লায়ন এয়ারের ফ্লাইট ঢাকায় পৌঁছাবে দুপুর ২টায়।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর থাই লায়ন এয়ার এ পর্যন্ত ২০ হাজার আন্তর্জাতিক ফ্লাইট চালিয়েছে। সংস্থাটির রয়েছে বোয়িং ৭৩৭-৯০০, বোয়িং ৭৩৭-৮০০ ও বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ এয়ারক্র্যাফট। আর এয়ারবাস রয়েছে এ৩৩০-৩০০ মডেলের।
অনুষ্ঠানে থাই লায়ন এয়ারের চেয়ারম্যান দারসিতো হেন্দ্রো সেপুত্রো বলেন, নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে আশা করছি। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে।
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব