ল্যাপটপে ১২ শতাংশ মূল্যছাড় দিচ্ছে দেশীয় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। পুরো অক্টোবর মাস জুড়ে যে-কোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপ ক্রয়ে এই মূল্যছাড় পাবেন ক্রেতারা।
ওয়ালটন কম্পিউটারের পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন, কোর আই ফাইভ, কোর আই থ্রি এবং পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসরযুক্ত ওয়ালটনের প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়্যাক্সজ্যাম্বো সিরিজের সব ল্যাপটপে এই মূল্যছাড় মিলবে। ১২ শতাংশ মূল্যছাড়ে এসব ল্যাপটপ পাওয়া যাবে ১৯,৭৯১ টাকা থেকে ৬১,৫৫৬ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।
এছাড়াও, দাম কমানো হয়েছে সব ধরনের ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড ও মাউসের। বর্তমানে ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড পাওয়া যাচ্ছে ৩৫০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে। আর মাউস মিলছে ২৬৫ টাকা থেকে ৪৬০ টাকায়।
মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারেন সব ধরনের ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ। আছে জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধায় কেনার সুযোগও।
বিডি প্রতিদিন/এ মজুমদার