ওয়ালটন স্মার্টফোন কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট পেয়েছেন দুজন ক্রেতা। তারা হলেন নারায়ণগঞ্জের মো. নুরুজ্জামান এবং জামালপুরের সাজেদুল ইসলাম। ওয়ালটন স্মার্টফোন কিনে এয়ার টিকেট পেয়ে মহাখুশি তারা।
একটি টেইলারিং শপের মালিক নুরুজ্জামান গত ২২ জানুয়ারি সোনারগাঁও ওয়ালটন প্লাজা থেকে ‘প্রিমো এইচসেভেনএস’ স্মার্টফোন কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা প্রথম এয়ার টিকেট পান। আর বাংলাদেশ পুলিশের এএসআই সাজেদুল গত ২৭ জানুয়ারি জামালপুর মেডিকেল রোড ওয়ালটন প্লাজা থেকে ‘প্রিমো এইচসেভেন’ স্মার্টফোন কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা দ্বিতীয় এয়ার টিকেটটি পান।
ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো এইচসেভেন’ এবং ‘প্রিমো এইচসেভেনএস’ এই দুই মডেলের স্মার্টফোনে এয়ার টিকেট ছাড়াও সর্বনিম্ন ৫০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ফোনদুটির দাম যথাক্রমে ৬,৯৯৯ এবং এবং ৮,৯৯৯ টাকা। যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে নগদের পাশাপাশি ইএমআই এবং কিস্তিতে ফোনগুলো কিনলেও এয়ার টিকেট এবং ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুযোগ থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল