বেস্ট ইলেকট্রনিক্স ওয়ার্লপুল পিঠা উৎসবের গ্রান্ড ফিনালে রাজধানীর মহাখালি ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন হল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয় এ উৎসব।
এ প্রতিযোগিতায় দেশের ৯টি অঞ্চলের আঞ্চলিকভাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইয়েস কার্ড বিজয়ীদের নিয়ে ২ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লবী রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্লপুল কর্পোরেশন এর কান্ট্রি ম্যানেজার মি. অমিত রাতুরী ও বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ ও সৈয়দ তাহমিদ জামান রাশিক।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে এতে সর্বমোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ নেন। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার আফনান জায়েদী, চট্টগ্রামের লতিফা আক্তার ও যশোরের আফরোজা আহমেদ সনি। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ঘোষিত নগদ অর্থ ও পুরষ্কার প্রদান করে।
বিডি প্রতিদিন/ফারজানা