‘মেঘনা-ট্যাপ এন পে’র নতুন সেবা EMV স্ট্যান্ডার্ড ‘QR Code’ চালু হয়েছে।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন আউটলেট পয়েন্টে ‘QR Code’ এর মাধ্যমে তাদের দৈনন্দিন লেনদেন সম্পাদন করতে পারবে।
এ উপলক্ষ্যে মেঘনা ব্যাংকের হেড অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন এই সেবা যৌথভাবে উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: আরিফুল ইসলাম চৌধুরী এবং এমআইটিপি’র চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ রামলি বিন মোহাম্মাদ সাইদ।
এ সময় মেঘনা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আদিল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও মিসেস জোহরা বিবি, এমআইটিপি’র চেয়ারম্যান ড. জহির উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন