জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ইউনাইটেড হাসপাতালের পুষ্টি ও খাদ্য বিভাগ হাসপাতালের লবিতে পুষ্টি পরামর্শসহ ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করে।
আজ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. আবু সাঈদ এম. এম রহমান (চীফ অব ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট্ এন্ড গভারন্যান্স), ডা. মাহবুব উদ্দিন আহমেদ (চীফ ক্লিনিক্যাল সার্ভিস), বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম (অব.) (চীফ অব অপারেশন এন্ড এডমিনিস্ট্রেশন), ডা. সাগুফা আনোয়ার (চীফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট), চৌধুরী তাসনীম হাসিন (প্রধান পুষ্টিবিদ) এবং অন্যান্য বিভাগের কনসালটেন্ট ডাক্তাররা। এদিন ৩শ' রোগী এবং রোগীর স্বজনদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল