শনিবার দিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে দেশে দ্বিতীয়বারের মতো এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম-২০১৯ সম্পন্ন হয়েছে।
সিম্পোজিয়ামে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির ও বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৈৗহিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির ডেপুটি একাডেমি ডিরেক্টর সরোয়ার হোসেন মোল্লা।
বর্তমান যুগে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এজাইল একটা অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মেথডোলজি। এজাইল মেথডোলজির ওপর ডিসকভারিং এজাইল, এজাইল ডিপ ডাইভ, এজাইল লিডারশিপ, এজাইল ইন অন আই ও টি প্রজেক্ট, এজাইল গেইমিফিকেশন, এজাইল ডিমেষ্টিফাইড ও প্লেনারি সেশনসহ ওয়ার্কসপ/সেমিনার অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে Software Development Methodology “Agile” এর ওপর এই সিম্পোজিয়াম আয়োজন করে।
ম্পোজিয়ামে শতাধিক সফটওয়্যার ডেভেলপার, টেস্টার, ডিজাইনার, আর্কিটেকচার, টিম লিডার, প্রজেক্ট ম্যানেজার, সিইও, সিটিও, সিওও, এক্সিকিউটিভ, একাডেমিক এবং গবেষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম