অত্যন্ত সফলভাবে সমাপ্ত হলো পোলার আইসক্রীমের প্রধান পৃষ্ঠপোষকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০১৯’। মাসব্যাপী এই অনন্য ক্রীড়া প্রতিযোগিতাটি গত ২৯ মার্চ শুরু হয়। আর শেষ হয় ২৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি বর্ণাঢ্য সমাপনী ও পদক বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’- স্লোগানে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’ প্রতিযোগিতায় দেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২, ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের সেরা নারী ক্রীড়াবিদ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার ও সেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল চন্দ্র সূত্রধর।
এছাড়াও সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিকসের নারী ও পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ও পুরুষ ফুটবলের ফাইনাল।
গণ বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফুটবল ফাইনালে গণ বিশ্ববিদ্যালয় পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হন গণ বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক শামীম হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য, অকুতোভয় জীবনাদর্শে নিজেদের জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি বলেন, ‘এবারই প্রথমবারের মতো আয়োজিত হলো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট। এরপর হবে আন্তঃকলেজ টুর্নামেন্ট, আর আন্তঃস্কুল টুর্নামেন্ট তো অনেক আগেই শুরু করেছি। এভাবে চলতে থাকবে। কারণ ছোটবেলা থেকেই খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আর এদের দ্বারাই বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে।’
পোলার আইসক্রীম তাদের কর্পোরেট-সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ সরকারের এই আয়োজন সফল এবং সবার জন্য উপভোগ্য করে তুলতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একনিষ্ঠভাবে কাজ করেছে।
পুরো ইভেন্টজুড়ে মূল আয়োজনের পাশাপাশি পোলার আইসক্রীমের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ছিল বিনোদনমূলক ভিডিও গেমস প্রতিযোগিতা এবং প্রতিযোগীদের জন্য ছিলো বিনামূল্যে তাদের পছন্দের আইসক্রীম উপভোগের সুযোগ।
বিডি প্রতিদিন/কালাম