দুর্দান্ত একটি ক্যাটওয়াক, জুতা নিয়ে এক অনন্যসাধারণ প্রদর্শনী, মনোমুগ্ধকর আর নস্টালজিয়ায় ভাসানো পপ-আপ মিউজিয়াম- এই সব নিয়েই হয়ে গেলো বাটা ফ্যাশন উইকেন্ড ২০১৯।
ফ্যাশন ফুটওয়্যার জায়ান্ট ‘বাটা’ যেখানে সাজিয়েছিলো তাদের লেটেস্ট সব কালেকশনের পসরা, যার মধ্যে ছিলো ইটালিয়ান কালেকশন, চাইনিজ কালেকশন, এশিয়া প্যাসিফিক কালেকশন এবং টেকনোলজিকেল রেঞ্জ বাটা ফ্লেক্সিবেল, বাটা লাইট ও বাটা ইনসোলিয়া-র প্রদর্শনী।
এছাড়াও এই আয়োজনেই আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বাটা হেরিটেজ রেঞ্জ ও নতুন পাওয়ার মেলো স্নিকার-এর সাথে পরিচয় ঘটেছে ভক্ত-দর্শনার্থীদের। সেই সঙ্গে অনুষ্ঠিত হলো বাটা ইয়াং ডিজাইনারস চ্যালেঞ্জ-এর চূড়ান্ত পর্ব। বাটা’র ১২৫ বছর উদযাপনের অংশ হিসেবে প্রাগের ঐতিহ্যবাহী জফিন প্যালেসেগত ১৩ থেকে ১৪ এপ্রিল ২০১৯ অনুষ্ঠিত হলো সুবিশাল ও জাঁকজমকপূর্ণ এইসব আয়োজন।
বাটা’র প্রতিটি ফ্যাশন উইকেন্ডেই তাদের নতুন রেঞ্জ ও কালেকশন প্রদর্শিত হয়। যার ব্যতিক্রম হয়নি এবারও। গতবছরের মিলান ফ্যাশন উইকেন্ডের পর এবার ২০১৯ সালের আয়োজক ভেন্যু প্রাগ। সারাবিশ্বের বাটা’র ভক্ত, অনুরাগী ও অনুসারীরা লাইভ স্ট্রিমের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজন সরাসরি দেখতে পেরেছেন।
বাটা এই আয়োজনে প্রিমিয়াম ইটালিয়ান কালেকশন'র প্রদর্শন করেছে। ইটালিতে সেরাজাতের লেদার ও আনুষঙ্গিক অন্যান্য উপকরণ দিয়ে ইটালিয়ান ফ্যাশনের অনুপ্রেরণায় যা তৈরি করা হয়েছে। এই বছর ক্লাসিক বাটা ডিজাইনে নতুনত্ব সংযোজনের মাধ্যমে আনা হয়েছে চাইনিজ কালেকশন। নতুন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এনিমেল ও ফ্লোরাল প্রিন্ট নিয়ে এসেছে নতুন এশিয়া প্যাসিফিক কালেকশন। হালফ্যাশনের সাথে সামঞ্জস্য রেখে আরো এসেছে ‘রেড লেবেল’ নামক ফাস্ট-ফ্যাশন রেঞ্জ।
বাটা’র ১২৫ বছরের ইতিহাস উঠে এসেছে নতুন হেরিটেজ রেঞ্জ ‘বাটা হেরিটেজ’-এ। পুরানো আর নতুনের দারুণ ফিউশনে আইকনিক ব্র্যান্ড কোকা-কোলা’র সাথে কোলাবরেশনে তৈরি হওয়া বাটা হেরিটেজ রেঞ্জের নতুন কালেকশন এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। দর্শকরা বাটা’র নতুন পাওয়ার স্নিকার ‘পাওয়ার মেলো’র সাথেও প্রথম পরিচিত হয়েছেন এই প্রদর্শনীতে। মার্শমেলো’র মতো নরম সোলের এই ‘পাওয়ার মেলো’ ফ্যাশন উইকেন্ডের পরপরই সারাবিশ্বের ভোক্তাদের জন্য উন্মুক্ত হয়েছে।
ক্যাটওয়াক ছাড়াও হলের বিভিন্ন জায়গায় ছিলো জুতো প্রদর্শনীর ব্যবস্থা। সেই সাথে ছিলো পপ-আপ মিউজিয়াম যেখানে বাটা’র ১২৫ বছরের ইতিহাস থেকে ঐতিহ্যবাহী বিভিন্ন জুতো ও ফুটেজ দেখানো হয়।
আর এরকম একটি বিশেষ আয়োজনে অনেক আয়োজনের ভিড়ে আরো বিশেষ কিছুর প্রত্যাশা তো ছিলোই, সেটি ভালোভাবে পূরণ করেছে বাটা’র ১২৫-তম এনিভারসারি এডিশন-ক্যাপসুল কালেকশন। অনুষ্ঠানে দেখানো হলেও তা বাজারে আসবে সামনের অক্টোবরে।
এছাড়া আরো ছিলো বাটা ইয়াং ডিজাইনারস চ্যালেঞ্জের চূড়ান্ত পর্ব-র আয়োজন। এই বার্ষিক আয়োজনে ইটালি, কেনিয়া ও চেক রিপাবলিকের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাঠানো সেরা সব ডিজাইন বাছাই করা হয় যা থেকে নতুন এক স্নিকার প্রোটোটাইপ তৈরি করা হয়। বিজয়ী ডিজাইন দিয়ে অচিরেই বাটা’র নতুন স্নিকার বাজারে আসবে। এমনই সব আয়োজন শেষে ১৪ এপ্রিল পর্দা নামে দুইদিনব্যাপী বাটা’র ১২৫ তম উদযাপন'র।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর