স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন ১৫-৩৫৮০ মডেলের নতুন ল্যাপটপ।
ইন্টেল ৮ম জেনারেশন কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ, উইন্ডোজ ১০ এবং ইন্টেল ৬২০ মডেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪০,২০০ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার