রাজধানীতে রূপালী ব্যাংকের হাটখোলা শাখার ৫৪ বছর পূর্তি উদযাপন ও ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের অত্যাধুনিক মানের বুথ পুনঃসজ্জা করা হয় আজ বুধবার।
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে পুনঃসজ্জা কাজের উদ্বোধন করেন।
এ সময় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও গ্রাহকদের আরও উন্নততর সেবা দেয়ার জন্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মো. শফিকুল ইসলাম।
ডিজিএম মোহাম্মদ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাটখোলা শাখার ব্যবস্থাপক খন্দকার সামছুল হক ইভান, ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাসহ শাখার গ্রাহক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন