১৯ নভেম্বর, ২০১৯ ১৪:৫৬

ডোমেইনের মার্কেটপ্লেস ডুডিয়াস

অনলাইন ডেস্ক

ডোমেইনের মার্কেটপ্লেস ডুডিয়াস

বাংলাদেশের প্রথম ডোমেইন মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ডুডিয়াস (Dodeus)। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডুডিয়াস তাদের সেবা সমূহ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। 

ডোমেইন মার্কেটপ্লেস মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ডোমেইন ক্রয়-বিক্রয় করা হয়। এই প্ল্যাটফর্মটিতে বিক্রেতারা তাদের ডোমেইনগুলো সঠিক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ব্যবহার করে। অপরদিকে ক্রেতারা তাদের পছন্দসই নামের ডোমেইন খুঁজে নিতে ডোমেইন মার্কেটপ্লেস সমূহকে ব্যবহার করে। ডোমেইন মার্কেটপ্লেসগুলোতে সাধারণত ডোমেইনের দাম তুলনামূলক বেশি হয়। যা নির্ভর করে ডোমেইনের চাহিদা ও মানের ওপর।  

বাংলাদেশের ডোমেইন মার্কেটপ্লেসে কাজ করা ডোমেইন ব্যবসায়ীরা সাধারণত আন্তর্জাতিক নানাবিধ ডোমেইন মার্কেটপ্লেস সমূহের মাধ্যমে ডোমেইন ক্রয় ও বিক্রয় করেন। আন্তর্জাতিক বাজারের হিসেবে এই মার্কেটপ্লেসগুলো বেশ ভালো একটি বাড়তি আয়ের মাধ্যম। বাংলাদেশের অনেকেই এই ডোমেইন মার্কেটপ্লেস সমূহে ডোমেইন ক্রয় বিক্রয়ের মাধ্যমে বেশ ভালো আয় করে চলেছেন। 

বাংলাদেশে থেকে আন্তর্জাতিক ডোমেইন মার্কেটপ্লেস সমূহে কাজ করার সময় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি ডোমেইন ব্যবসায়ীদের মাঝে মাঝে বিপত্তিতে পড়তে হয়। সেই বিপত্তিগুলোর নিষ্পত্তি ও দেশের বাজারে এই ডোমেইন ব্যবসায়কে আরও বেশি প্রাণবন্ত ও গতিশীল করে তুলতে ডুডিয়াসের যাত্রা। ডুডিয়াসে বিক্রেতা হিসেবে আপনি আপনার ডোমেইন খুব সহজেই অকশন, কিংবা ফিক্সড প্রাইসে বিক্রয় করার জন্য লিস্টিং করতে পারবেন। 

অপরদিকে ক্রেতা হিসেবেও খুব সহজেই আপনার পছন্দসই ডোমেইন খুঁজে নিতে পারবেন। এ ছাড়াও দেশীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে খুব সহজেই আপনার কেনা ডোমেইনের মূল্য পরিশোধ কিংবা বিক্রিত ডোমেইনের মূল্য সংগ্রহ করতে পারবেন। 

ডুডিয়াসে বর্তমানে এক হাজারেরও অধিক ডোমেইন বিক্রয়ের জন্য লিস্টেড আছে, যার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আপনার পছন্দের ডোমেইনটি এই লিস্ট থেকে খুঁজে নিতে অথবা আপনার কোন ডোমেইন বিক্রয়ের জন্য লিস্টিং করতে ভিজিট করতে পারেন www.dodeus.com । 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর