ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২০২০-২০২১ মেয়াদে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ট্রাস্টি এ মতিন চৌধুরী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিল্পপতি। একইসঙ্গে তিনি বিভিন্ন অলাভজনক সেবামূলক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। সেগুলো হলো আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ), এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), আঞ্জুমান মফিদুল ইসলাম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএবি), শহীদ খালেক অ্যান্ড মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও অন্যান্য।
মতিন চৌধুরীসহ বোর্ড অব ট্রাস্টিজের ২০ জন ট্রাস্টি আইইউবি’র স্কলার এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে নিবেদিত থাকবেন। আইইউবি বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর মাধ্যমে যে মান এবং খ্যাতি অর্জন করেছে তা আগামীতে আরও শক্তিশালী হবে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব