দেশের কয়েকটি জেলায় সুবিধাবঞ্চিত, দুস্থ ও শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম।
সোমবার হবিগঞ্জের ওলিপুরে চারশো দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর বুধবার ও শুক্রবার উত্তরাঞ্চলের নাটোর, শেরপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করে জনপ্রিয় এই বেকারি ব্র্যান্ড।
অলটাইম এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার জুবায়ের আহমেদ বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এছাড়া রাজধানীর নিম্ন আয়ের মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে। আমরা এই উদ্যোগের নাম দিয়েছি ‘একটু ভাল রাখার প্রচেষ্টা’।
বিডি প্রতিদিন/হিমেল