৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমে বাজারে এলো ওয়ালটন প্রিমো এসসেভেন স্মার্টফোন। ব্লু এবং সি গ্রিন- এই দুটি রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে প্রিমো এসসেভেন নতুন ভার্সনটির দাম পড়ছে ১৫,৬৯৯ টাকা।
আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের আগের ভার্সনটি পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। নতুন ভার্সনটি বাণিজ্য মেলা থেকে কিনলে ১০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ প্রিমো এসসেভেন এর আগে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমে বাজারে ছাড়া হয়েছিল। বাজারে আসার পর হ্যান্ডসেটটি ব্যাপক গ্রাহকপ্রিয় হয়। বিশেষ করে ফোনটির আকর্ষণীয় ডিজাইন ও লুক, ক্যামেরা, প্রসেসর ইত্যাদির পারর্ফমেন্সে ক্রেতারা দারুণ সন্তুষ্ট। ক্রেতাদের আরো বেশি কিছু দিতে র্যাম ও রম বাড়িয়ে ফোনটির নতুন ভার্সন বাজারে ছাড়া হয়েছে।
৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লের ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে এআই সমৃদ্ধ ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ২৫৬ জিবি এসডি কার্ড সাপোর্ট, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৩৯০০ এমএইচ ব্যাটারি, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা।
বিডি প্রতিদিন/হিমেল