সুস্থ ও সুন্দর দেশ গড়ার লক্ষ্যে ঢাকার পঁচিশটি (২৫) গুরুত্বপূর্ণ জায়গায় পরিচছন্নতার সচেতনতা সৃষ্টিতে কাজ করেছে “বাংলাদেশ স্কাউটস” ও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ”।
এই সময়ে বাংলাদেশ স্কাউটস-এর প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী এই সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩১ জানুয়ারি) চাঁদপুর জেলার হাজীগঞ্জ এবং বাকিলা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “পরিচ্ছন্নতার অঙ্গীকার” ক্যাম্পেইন।
হাজীগঞ্জ পৌরসভা এবং বাকিলা ইউনিয়নে প্রায় দুই হাজার (২০০০) জন মানুষকে দেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে "পরিচ্ছন্নতার অঙ্গীকার" করানো হয়।
এবার চাঁদপুর জেলার চাঁদপুর পৌর এলাকায় পৌর বাস টার্মিনার, কালিবাড়ি মোড় এবং পালবাজার গেট এলাকায় পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়।
এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. শাহ্ কামাল এবং সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা এবং রোভার মাজেদুর রহমান খান।
বিডি প্রতিদিন/কালাম