রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট অ্যান্ড ফিন্যান্সিং’ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার রূপালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ব্যাংকের ফরেন একচেঞ্জে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে ডিএমডি খন্দকার আতাউর রহমান, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক