সুস্থতার বার্তা প্রচারে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (ম্যারিকো) ও ঢাকা হাফ ম্যারাথন (ডিএইচএম) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর গুলশানে অবস্থিত ম্যারিকোর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ম্যারিকো’র পক্ষ থেকে এতে স্বাক্ষর করেন কোম্পানিটির চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইলিয়াস আহম্মেদ এবং ঢাকা হাফ ম্যারাথনের পক্ষ থেকে এর আহ্বায়ক ইমতিয়াজ ইলাহী।
এ চুক্তি প্রসঙ্গে ম্যারিকোর সিএফও ইলিয়াস আহমেদ বলেন, “সুস্বাস্থ্য প্রচারে পণ্য ও সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা সবসময় সচেতন। আমাদের কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এই চুক্তি সহকারি ভূমিকা পালন কাজকে করবে।”
ঢাকা হাফ ম্যারাথনের আহ্বায়ক ইমতিয়াজ ইলাহী বলেন, “এই চুক্তির অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত। ম্যারাথন ইতোমধ্যে অনেক মানুষকে সুস্থ থাকার অনুপ্রেরণা দিয়েছে। আগামীতেও আমরা এভাবে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যারিকো’র মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনজার এরিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন