ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপদ ও আরামদায়ক সেবা দেয়ার জন্য ৬ (ছয়টি) অত্যাধুনিক ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বিমান বহরে যোগ করেছে। রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন যুক্ত হওয়া ব্র্যান্ডনিউ এটিআর এয়ারক্রাফটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনার লক্ষ্যে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটগুলোর প্রত্যেকটিতে ৭২টি আরামদায়ক আসন ব্যবস্থা রয়েছে। অভ্যন্তরীণ গন্তব্যের নতুন নতুন রুট নিয়ে ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পনা করছে, যা দেশের আকাশ পথের যোগাযোগ ব্যবস্থাকে আরো বেশী কার্যকরী ও শক্তিশালী করে তুলবে।
এখানে উল্লেখ্য যে, ১৭ জুলাই ২০১৪ দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট তেরোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও ছয়টি ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০। যা বাংলাদেশে বেসরকারি এয়ারলাইন্সের মধ্যে সর্বোচ্চ।
“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, অধিকতর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে চলতি বছর এপ্রিল মাসের মধ্যে দু’টি এবং অক্টোবর মাসের মধ্যে দু’টিসহ মোট চারটি ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত করে অভ্যন্তরীণ বিমান পরিবহনকে আরো বেশী শক্তিশালী নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটগুলোর উদ্বোধন করার মূহুর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও আনন্দময় ভ্রমণই আমাদের একমাত্র লক্ষ্য। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা প্রদান করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে একটি অন্যতম শীর্ষ দেশীয় এবং আঞ্চলিক এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
২০১৯ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের গোল্ড ক্যাটাগরিতে বেস্ট অন টাইম পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট এর উদ্বোধনের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ডিরেক্টর ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন মনিরুল হক জোয়ারদার, ডিরেক্টর প্রশাসন জনাব মুসা মোল্লাহ, হেড অব ট্রেনিং মসিউল আজম, জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশনস্ মো. কামরুল ইসলামসহ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম