এ্যাপোলো হাসপাতাল ঢাকা এবং ইনসেপ্টা ফার্ম্যাসিউটিক্যাল্স-এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ইপিলেপ্সি দিবস পালন উপলক্ষে সোমবার কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি র্যালি করা হয়। যেখানে এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র কনসালট্যান্ট, নার্স এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র অডিটোরিয়ামে একটি পেশেন্ট ফোরাম আয়োজিত হয়। যেখানে এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. আলিম আখতার ভূঁইয়া, সিনিয়র কনসালট্যান্ট, ডা. খন্দকার মাহবুবর রহমান, সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. উত্তম কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে মৃগী রোগ (ইপিলেপ্সি) সম্পর্কে তাদের বক্তব্য প্রদান করেন।
প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পারস্পরিক আলোচনা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই সেশনটি রোগীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশগ্রহণ করেন।
এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ, নিউরোলজি বিভাগ-সহ হাসপাতালের বিভিন্ন সার্ভিস সম্পর্কে আলোচনা করেন। এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারটির ইতি টানেন। এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র ডাক্তার এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা ফোরাম চলাকালে সেখানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন