১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৬

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ'র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ'র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উদ্বোধন হলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত ৬০ তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার। আজ রবিবার সকাল ৯টায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এছাড়া সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমÐলী, ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রঙ-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয় কলেজ প্রাঙ্গণ। সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। 

পাঁচ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের ৭ টি হাউসের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা, গল্প বলা, একক অভিনয়, দলীয় অভিনয়, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, পল্লীগীতি এবং চারু ও কারুকলা বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর