অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট 'অথবা ডটকম' (www.othoba.com) এ শুরু হয়েছে ১০-১০ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন উপলক্ষে ক্রেতারা 'অথবা ডটকম'-এর মাধ্যমে পণ্য ক্রয় করলে পাবেন বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা।
'দেশের টাকা দেশেই থাকুক'-শ্লোগানে দেশের ১৪টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো ১০-১০ অনলাইন শপিং উৎসব শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) শুরু হয়ে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ বিশেষ ক্যাম্পেইন চলবে।
'অথবা ডটকম' এর হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, দেশীয় অনলাইন শপিং শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবারের অনলাইন শপিং উৎসব শুরু হয়েছে, যেখানে নানান ধরণের ছাড় ও উপহার নিয়ে অংশ গ্রহন করছে ‘অথবা ডট কম’। ক্যাম্পেইন চলাকানীন যে কোনো ক্রেতা ‘অথবা ডটকম’ এর সাইটে গিয়ে বই, পোশাক, ঘড়ি, গিফট আইটেম, স্মার্টফোন, ইলেকট্রনিকস পণ্য, মেকআপ বক্সসহ, বিভিন্ন ধরণের পছন্দের পণ্য ক্রয়ে থাকছে আকর্ষনীয় মুল্য ছাড়। এছাড়াও যেকোন পণ্য কিনলে রয়েছে সারাদশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।
বিকাশে পেমেন্ট করলেই থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। একজন ক্রেতা প্রতিদিন ২০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোমোট এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ