প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী গতকাল শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মাজারে ফুল দেয়ার পর তিনি কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান বন সংরক্ষক এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কালরাতে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। পরে তিনি মাজার প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি গোপালগঞ্জ জেলার বন অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধান বন সংরক্ষকের সাথে এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রকিবুল হাসান মুকুল; উপ-প্রধান বন সংরক্ষক বন ব্যবস্থপনা উইং এবং শিক্ষা ও প্রশিক্ষণ উইং গোবিন্দ রায়; বন সংরক্ষক, অর্থ ও প্রশাসন হোসাইন মুহম্মদ নিশাদ; বন সংরক্ষক, সামাজিক বনাঞ্চল, ঢাকা ইমরান আহমেদ; বন সংরক্ষক, যশোর অঞ্চল মোল্যা রেজাউল করিম, সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট অজিত কুমার রুদ্র, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বেলায়েত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ যশোর মো. সাজ্জাদুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা, ফরিদপুর সামাজিক বন বিভাগ রফিকুল ইসলাম চৌধুরী এবং সুফল প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আব্রাহাম হোসেন।
বিডি প্রতিদিন/ফারজানা/পাভেল