মীর গ্রুপের উদ্যোগে ১৫ ও ১৬ জানুয়ারি ঢাকার ইন্দিরা রোড ক্রিকেট একাডেমী মাঠে দুই দিনব্যাপী কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।
টুর্নামেন্টটিতে মীর গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ছয়টি দল অংশগ্রহণ করে।
এই টুর্নামেন্টে মীর গ্রুপ অফ কোম্পানীজ লি. এর অঙ্গপ্রতিষ্ঠান মীর টেলিকম লি: থেকে অংশগ্রহণকারী দল মীর আপশটস চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে মীর সিমেন্ট লি: এর দল মীর গার্ডিয়ানস।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর টেলিকম লি: এর পরিচালক রুসলান নাসির এবং মাহরিন নাসির।
বিডি প্রতিদিন/আবু জাফর