ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে 'ওয়াই আর সি ব্যাডমিন্টন ফেস্ট'র সমাপনী অনুষ্ঠিত হলো হলো শনিবার। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেগা টুর্নামেন্ট সারাদেশ থেকে ২২০ জন প্রতিযোগী অংশ নেয়। শনিবার রাতে ঢাকার তেজগাঁওয়ের বি জি প্রেস মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সি আই মোটরসের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহীর জনি এবং বাবু, রানার্সআপ ময়মনসিংহের হৃদয় এবং নাহিদ। মেয়েদের গ্রুপে সেরা সিএমবিডির মিসফেকা এবং নিমা। রানার্সআপ এশা এবং শারমিন।
যৌথ গ্রুপে চ্যাম্পিয়ন মিসফেকা এবং সেজান, রানার্সআপ নিমা এবং আরিফ।
খেলায় বিজয়ী ও রানার্স আপ দল প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ