জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল দিলারা হানিফ পূর্ণিমা রিবানা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন। রিবানা-র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে দলটির ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই অভিনেত্রী নাম ঘোষণা করা হয়।
প্রাকৃতিক উপাদানে যারা ত্বকের যত্ন নিতে পছন্দ করেন, তাদের জন্য বলা যায় রিবানা যেন একটি বিশ্বাসের নাম। প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ারসামগ্রী পৌঁছে দিচ্ছে রিবানা।
চিত্রনায়িকা ও মডেল দিলারা হানিফ পূর্ণিমা বলেন, আমি কয়েক মাস ধরে রিবানা এবং চুলের যত্নে পণ্যগুলো ব্যবহার করছি এবং খুব বেশি পছন্দ করছি এটি সত্যি আমাকে বিস্মিত করেছে যে আমাদের দেশীয় ব্র্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি এত এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে রিবানা পণ্য ব্যবহার করার অনুরোধ জানান ।
২০১৫ সাল থেকে প্রাকৃতিক সব খাটি গুণাগুণ অক্ষুন্ন রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন কেয়ার কেয়ার সামগ্রী পৌঁছে দিচ্ছে রিবানা । তাদের সর্বাধিক চাহিদাযুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে স্যাফ্রন গোট মিল্ক সোপ, অ্যাক্টিভেটেড কার্বন এবং খাঁটি নারিকেল তেল ।
বিডি-প্রতিদিন/শফিক