মানুষ মানুষের জন্য, তাই এই বিশ্ব মহামারী করোনাকালীন মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করল স্থানীয় যুব সংঘ জটঘ-২৫।
গতকাল শনিবার মিরপুরের শেওড়াপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি। স্থানীয় যুব সংঘের এ ধরনের ধারাবাহিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
তিনি এলাকার উন্নয়নে এবং দরিদ্র জনসাধারণের যেকোনো সমস্যায় সবসময় পাশে থাকার ঘোষণা দেন। অনুষ্ঠানে জটঘ-২৫ এর সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান চৌধুরীসহ সকল সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জটঘ-২৫ সবসময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মসূচিতে ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সবসময় এলাকাবাসীর পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর