বিদ্যুৎ সরবরাহ সরঞ্জামাদী নির্মাণের স্বনামধন্য প্রতিষ্ঠান সিলভান টেকনোলোজিস লিমিটেডের (এসটিএল) পণ্য বৈদ্যুতিক ট্রান্সফর্মার, সাব স্টেশন সামগ্রী ও স্টিল বিল্ডিং স্ট্রাকচার চট্টগ্রাম বিভাগের সর্বত্র বাজারজাত করবে এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড (এপিসিএল)।
গতকাল বুধবার রাজধানীর বাড্ডায় এসটিএল এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এতে এসটিএল এর প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান এবং এপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এসটিএল এর ব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী শরীফুল ইসলাম চৌধুরী এবং এপিসিএলের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী শরীফ মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসটিএল সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মারসহ সম্পূর্ণ সাব স্টেশন উৎপাদন করে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে।
বিডি প্রতিদিন/আবু জাফর