আপনাদের অসীম ভালাবাসায় সাথে থাকতে এবং অন্যরকম ভাবে দিনটিকে রাঙিয়ে তুলতে পাঁচ তারকা হোটেল দ্যা ওয়েস্টিন ঢাকা সেজেছে ভালাবাসার সাজে। আপনার প্রিয়জনের সাথে চলে আসুন সিজেনাল টেস্ট রেস্তোরায় আর উপভোগ করুন মুখরাচক বুফে লাঞ্চ ও ডিনার।
সিজেনাল টেস্ট এর সেরা রন্ধনশিল্পী পরিবেশন করবেন বিশেষ খাদ্য তালিকা, যেমন সিফুড পায়ালাহ্, সস ভিডে ডাক, পিংক সল্ট রিব আই স্টেক, গ্রিলড মাড ক্রাব, রোস্টেড লেগ অফ ল্যাম্ব, এসার্টেড কাবাব এবং আরো অনেক সুস্বাদু খাবার। এছাড়াও উপভোগ করুন সুস্বাদু রেড ভেলভেট কেক, চিজ কেক, একলেয়ারস, এসোর্টেড ফ্রেন্স পেস্ট্রি, সিজেনাল টেস্ট রেস্তোরাঁয় বুফে লাঞ্চ এর মূল্য ৪৫০০ টাকা নেট জনপ্রতি , বুফে ডিনার এর মূল্য ৬৩২৫ টাকা নেট জনপ্রতি।
বিভিন্ন ব্যাঙ্কের নির্ধারিত কার্ড এবং টেলকো সাবস্ক্রাইবড অতিথিরা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার। প্রিয়জনের সাথে কিছু বিশেষ মূহুর্তে কাটাতে খোলা আকাশের নিচে স্প্ল্যাশ পুলসাইড রেস্তোরায় আয়োজন করা হয়েছে বারবিকিউ বুফে ডিনার। লাইভ মিউজিক এর সাথে সুস্বাদু বারবিকিউ বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টাকা নেট জনপ্রতি। এক্ষেত্রেও অতিথিরা পাবেন নির্ধারিত কার্ডে বাই ওয়ান গেট ওয়ান অফার।
আরো আকর্ষণীয় ডাইনিং অভিজ্ঞতা পেতে ভিজিট করুন পানারোমিক ইটালিয়ান রেস্তোরা প্রেগো, যেখানে পাবেন ৫ আকর্ষণীয় খাবারের সেট মিল। রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য অতিথিরা পাচ্ছেন লাইভ মিউজিক এর সাথে ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ মাত্র ১৫০০০ টাকা নেট প্রতি যুগল।
এছাড়াও ডেইলি ট্রিট এ পাবেন কেক, কাপ কেপ,চকলেট এবং ম্যাকোরুন সহ সুস্বাদু গুডিজ। অবিস্মরণীয় সময় কাটানোর জন্য ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দ্যা ওয়েস্টিন ঢাকায় পাচ্ছেন ডিলাক্স রুম সেট আকর্ষনীয় মূল্যে। ভালোবাসা দিবসের রুম প্যাকেজের সাথে থাকছে সিজেনাল টেস্টে দুজনের জন্য ব্রেকফাস্ট, ডিনার, সকাল ১০ টায় চেক-ইন এবং বিকাল ৪টায় চেকআউট সহ আরো অনেক সুবিধাসমূহ।
রুম প্যাকেজটি বুক করার জন্য কল করুনঃ +৮৮-০২-৯৮৯১৮৮। ভালোবাসা দিবস উদযাপনে দ্যা ওয়েস্টিন ঢাকার সাথে আছে প্রধান সহযাগী হিসাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বেভারেজ সহযোগী পেপসি (ট্রান্সকম বেভারেজ লিমিটেড)।
বিডি প্রতিদিন/আবু জাফর/রুহুল আমীন